মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, হবিগঞ্জ: হবিগঞ্জ শহরের পশ্চিম ভাদৈ এলাকায় জুস, চানাচুর ও বিভিন্ন পণ্যে নকল কারখানা বিনষ্ট ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন রুবেল গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একদল পুলিশ নিয়ে ওই কারখানায় অভিযান চালান।
এ সময় বিপুল পরিমান নকল চানাচুর, জুস, চিপস ও আচারসহ বিভিন্ন পন্য জব্দ করে আগুন দিয়ে প্রকাশ্যে বিনষ্ট করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে নকল কারখানার মালিক নোয়াহাটি এলাকার বাসিন্দা সুবাস দত্ত পালিয়ে যেতে চাইলে এসআই ইকবাল তাকে আটক করেন। তখন রাজদত্তকে ২০ হাজার টাকা জরিমানা করা হয। পুড়ে যাওয়া মালের মুল্য প্রায় ৩ লাখ টাকা হবে।
স্থানীয়রা জানান বিভিন্ন প্রতিষ্ঠিত কোম্পানির লেভেল ব্যবহার করে রাজদত্ত দীর্ঘদিন ধরে এ সব নকল মালামাল বাজারে বিক্রি করে আসছে।