বুধবার, ১৪ মে ২০২৫, ০৭:৫৪ অপরাহ্ন
পিন্টু দেবনাথ, মৌলভীবাজার: মৌলভীবাজারে জেলা গোয়েন্দা পুলিশের এক সফল অভিযানে চোরাই মোটরসাইকেল সহ আব্দুল মুঈম নামের এক পেশাদার চোরকে গ্রেফতার করেছে।
রবিবার (১৪ মার্চ) সদর মডেল থানাধীন মেসার্স সাদিয়া লাইব্রেরি ও স্টেশনার্স এর সামনে থেকে কাগাবালা ইউনিয়নের আব্দুল কাদিরের ছেলে আব্দুল মুঈম (২০) কে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে একটি নীল ও কালো রং মিশ্রিত ১৫০ সিসি পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ এ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এসময় তিনি মৌলভীবাজারকে অপরাধ মুক্ত রাখতে ডিবি টিমের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।