করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

পাওনা টাকা আনতে গিয়ে লাশ হলেন শ্রীমঙ্গলের ব্যবসায়ী

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৩ মার্চ, ২০২১

কমলগঞ্জ ( মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সেন্ট্রাল রোডের মেসার্স মা ভেরাইটিজ স্টোরের ব্যাবসায়ী ও কলেজ রোড নিবাসী লক্ষ্ণণ পাল (৩৫) এর রহস্যজনক মৃতদেহ শুক্রবার (১২ মার্চ) রাত সাড়ে ১২ টার দিকে রাজনগরের কর্নিগ্রাম এলাকা থেকে উদ্ধার করে রাজনগর থানা পুলিশ।

পরিবার সুত্রে জানা যায় শুক্রবার ( ১২ মার্চ ) পাওনা টাকা আনতে রাজনগরে গেলে অনেক রাত পর্যন্ত ফিরে না আসায় পরিবার চিন্তিত ছিলো। রাত আনুমানিক ৪ টার দিকে রাজনগর থানার অফিসার ইনচার্জ ফোন দিয়ে পরিবারকে জানান একটি লাশ পাওয়া গেছে এবং লাশের সাথে মোবাইল ফোন পাওয়া গেছে। তখন রাজনগর থানা পুলিশের মাধ্যমে লাশের একটি ছবি পাঠানো হয় ।

রাজনগর থানার অফিসার ইনচার্জ আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা যাচ্ছে পাচগাঁও এলাকা থেকে ব্যবসায়ী টাকা-পয়সা নিয়ে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে রাস্তার পাশে ফেলে রাখে। পরে স্থানীয় জনগণ মৃতদেহ পড়ে থাকতে পুলিশকে খবর দেয় পরে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ