করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

লাউয়াছড়ায় গাড়ির ধাক্কায় চিতা বিড়ালের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ১২ মার্চ, ২০২১

কমলগঞ্জ(মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া এলাকার নুরজাহান ডলুবাড়ি রোডে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় একটি চিতা বিড়ালের মৃত্যু হয়।

শুক্রবার (১২মার্চ) সকালে রাস্তা পারাপারের সময় এ প্রাণিটি মারা যায়।

জানা যায়, লাউয়াছড়া বনের মাঝ দিয়ে সড়কপথ, রেলপথ ও প্রধান বৈদ্যুতিক লাইনে পৃষ্ট হয়ে বিভিন্ন সময়ে বিরল প্রজাতির প্রাণির মৃত্যু হচ্ছে। ফলে সড়কগুলো বন্যপ্রাণির জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মোতালেব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রাস্তা পারাপারের সময় একটি গাড়ির সাথে প্রাণীটির ধাক্কা লাগলে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা প্রাণীটির লাশ উদ্ধার করেছি। এটাকে সংরক্ষন করে রাখা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ