করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিনিধি, সিলেট:সিলেটের দক্ষিণ সুরমায় দুইবাসের মুখোমুখি সংঘর্ষে চিকিৎসক,চালক হেলপারসহ অন্তত ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।

শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার রশিদপুরে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

দুর্ঘটনা কবলিত বাস দুটি হচ্ছে- ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া এনা পরিবহন (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১)।

নিহতরা হলেন সিলেট উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক চুয়াডাঙ্গা জেলার আদমাড়ীয়া গ্রামের ডা: আমজদ হোসেন খানের ছেলে ডা: ইমরান খান রুমেল (৪৮), দুর্ঘটনায় কবলিত এনা পরিবহনের চালক সিলেটের ওসমানীনগর থানার ধরখা গ্রামের মানিক মিয়ার ছেলে মনঞ্জুর আলী (৩৮), একই পরিবহনের হেলপার একই গ্রামের বাসিন্দা মনসুর আলীর ছেলে জাহাঙ্গীর হোসেন (৬০), ঢাকা ওয়ারী থানার হেয়ার এটেষ্টের বাসিন্দা মৃত আব্দুল খালেকের ছেলে নাদিম আহমদ সাগর (২০), বি বাড়িয়া জেলার সরাইল থানার শাহবাজপুর গ্রামের আলী হায়দারের ছেলে নুরুল আমিন (৫৫) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার দুলানী মাধবপুর গ্রামের মৃত আলাউর খানের ছেলে সোলাইমান খান (২৮)।

অন্য একজনের পরিচয় জানা যায়নি।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জয়নাল আবেদীন জানান, হাসপাতালে ৭টি মরদেহ এসেছে। পোস্টমর্টেমের জন্য লাশগুলো হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

দক্ষিণ সুরমা থানার ওসি মনিরুল ইসলাম জানান, দুর্ঘটনায় হতাহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সকাল সাড়ে ৯টা পর্যন্ত দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ এবং ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছিল। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-ঠিকানা জানা যায়নি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ