করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজ চূড়ান্ত

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২১

ক্রীড়া ডেস্ক: সবকিছু ঠিক থাকলে ১২ থেকে ১৫ তারিখের মধ্যে লঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল।

সকালে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের সাথে এসএলসির যোগাযোগ হচ্ছে। এখন পর্যন্ত দুইটা টেস্ট চূড়ান্ত।

দুই ম্যাচ এক ভেন্যুতেই হবে। আশা করছি এপ্রিলের ১২ থেকে ১৫ তারিখের মধ্যে বাংলাদেশ দল সফরে যাবে। ভেন্যু স্বাগতিক বোর্ড ঘোষণা করবে। তাই ঘোষণা ওদের থেকে আসলেই ভালো হবে।

এর আগে করোনা পরিস্থিতি নিয়ে জটিলতা সৃষ্টি হলেও এবার শিথিল করা হচ্ছে অনেক কিছুই। ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার শ্রীলঙ্কা সফরের যে গাইডলাইনই ছিল সেটাই সেটিই থাকবে বাংলাদেশের ক্ষেত্রে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ