করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দল ঘোষণা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৭ নভেম্বর, ২০১৮

ক্রীড়া ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের জন্য ১৩ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজেই দলে ফিরেছেন সাকিব আল হাসান। তাকে স্কোয়াডে রেখেই চূড়ান্ত করা হয়েছে টেস্ট সিরিজের দল।

প্রথম টেস্টে নতুন মুখ হিসেবে দলে ডাক পেয়েছেন তরুণ স্পিনার নঈম হাসান। এছাড়া লিটন দাসের পরিবর্তে দলে ফিরেছেন সৌম্য সরকার।

আগামী ২২ নভেম্বর থেকে দুই টেস্টের প্রথমটিতে চট্টগ্রাম জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে টাইগারদের মুখোমুখি হবে ক্যারিবীয়রা।

তার আগে রোববার থেকে এমএ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের সঙ্গে খেলবে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ।

ঢাকায় দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৩০ নভেম্বর।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও নাঈম হাসান।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ