করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

চুনারুঘাটে মাইক ছাড়াই নির্বাচনী প্রচারনা

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

করাঙ্গীনিউজ:  হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভা নির্বাচনে মাইক ব্যবহার ছাড়াই প্রচারনা করছেন প্রার্থীরা। তাই নেই মাইকের আওয়াজ, কিংবা শব্দ দূষণ। প্রচার প্রচারণা থাকলেও মাইকের জ্বালাময়ী শব্দ থেকে মুক্তি পেয়েছেন পৌরবাসী।

আগামী ১৪ ফেব্রুয়ারী নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণা চলছে পুরোপৌরসভায়। কিন্তু প্রার্থীরা মাইক ব্যবহার না করার বিষয়টি সম্পূর্ণ ব্যতিক্রম নির্বাচন হচ্ছে বলে মনে করছেন সচেতন মহল।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের সাথে আলোচনা করে প্রার্থীরা প্রস্তাব দিয়ে মাইকে প্রচারনা বন্ধ রেখেছেন। এতে ভোটারদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

এর আগে ২০১৫ সালের পৌর নির্বাচনেও প্রার্থীরা মাইক ব্যবহার ছাড়াই প্রচার প্রচারনা করে নির্বাচন করেছেন।

এই পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ, বৃহৎ রাজনৈতিক দল বিএনপি, ইসলামী আন্দোলনের মেয়রসহ কাউন্সিলর মিলিয়ে ৫৫ জন প্রতিদ্বন্ধিতা করছেন। মাইক ব্যবহার না করার বিষয়ে সকল প্রার্থীরা একমত হয়েছেন এবং এখন পর্যন্ত তারা কোন মাইকের ব্যবহার করেননি। প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনী প্রচারনা চালাচ্ছেন।

চুনারুঘাটের কৃতি সন্তান সোশ্যাল মিডিয়ায় আলোচিত ব্যক্তি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, সম্ভবত এটিই একমাত্র পৌরসভা নির্বাচন যেখানে কোনো মাইকের ব্যবহার নাই। বরং এখানে সবাই পোস্টার এর মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। যদিও এত বেশি পোস্টারের পক্ষেও আমি নই। তারপরও মাইকের ব্যবহার না হওয়া একটি বড় উদাহরণ। ধীরে ধীরে আমরা এরকম উন্নতির দিকে যাব।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, এই পৌরসভায় আগামী ১৪ ফেব্রæয়ারী ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪০২ জন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ