করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে দলের চেয়ারম্যান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা এবং আগামীদিনের আন্দোলন সংগ্রামে সবাই রাজপথে থাকার অঙ্গীকার নিয়ে সমঝোতার মাধ্যমে উপজেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারী) সকাল ১১টায় উপজেলার নুরপুর গ্রামে উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। তিনি তার বক্তব্যে বলেন, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি নব্যস্বৈরাচার যত শক্তিশালী হোক না কেন জনগণের ঐক্যের মুখে আর বেশিদিন ঠিকে থাকতে পারবে না। আওয়ামী লীগের এই ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্ত নয়, এই ক্ষমতা কারো ঠিকে নাই, হিটলার, আইয়ূব খান ঠিকে নাই, এমনকি এরশাদ সাহেবও ঠিকে থাকতে পারেনি, কাজেই পতন আপনাদের হবেই। জনগণের জনরোশে গণঅভ্যুত্থানে আপনাদের পতন হবে।

উপজেলা বিএনপির আহবায়ক মোঃ ছলিম উল্লাহর সভাপতিত্বে ও প্রথম যুগ্ম আহ্বায়ক গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল এর পরিচালনায় সম্মেলনের উদ্বোধক করেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সাখাওয়াত হাসান জীবন, প্রধান বক্তা ছিলেন-কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক আলহাজ্ব জি কে গউছ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন আহমেদ মিলন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী, এডভোকেট এনামুল হক সেলিম, নুরুল ইসলাম, মহিবুল ইসলাম শাহিন, তাজুল ইসলাম ফরিদ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জালাল আহমেদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোঃ জিল্লুর রহমান, উপজেলা বিএনপি নেতা আব্দুল আজিজ ফরহাদ, ইউনিয়ন বিএনপি নেতা সাইফুল ইসলাম রানা, ইলিয়াছ মিয়া, উপজেলা যুবদলের সভাপতি প্রার্থী মিজানুর রহমান সুমন, রাকিবুল হোসনে সান্টু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সামছুল আলম রিপন প্রমুখ।

পরে গোলাম কিবরিয়া চৌধুরী বেলালকে সভাপতি, ফজলুল করিম মেম্বারকে সিনিয়র সহসভাপতি , আবু তাহের মেম্বারকে সাধারণ সম্পাদক, আব্দুল আহাদ ফারুক মেম্বারকে যুগ্ম সাধারণ সম্পাদক ও আব্বাস উদ্দিন তালুকদারকে সাংগঠনিক সম্পাদক করে সুপার ফাইভ কমিটি ঘোষনা করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ