করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বানিয়াচঙ্গে হাতুড়ি দিয়ে পিটিয়ে নারীকে হত্যা

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের বানিয়াচঙ্গে ঘরে প্রবেশ করে জাকিয়া খাতুন (৬৫) নামে এক নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার রাত ৯ টার দিকে বানিয়াচং সদরের চৌধুরীপাড়া (ঠাকুরপাড়া) মহল্লায় এ ঘটনা ঘটে।

নিহত জাকিয়া খাতুন মৃত হান্নান ঠাকুরের স্ত্রী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করে।

বানিয়াচং থানার (ওসি) মোঃ এমরান হোসেন জানান, জাকিয়া খাতুন নামে ওই মহিলার ছেলে ঘটনার সময়ে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য বাজারে যায়। এসময় তিনি ঘরে একা ছিলেন। আর এ সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে পৌছে।

ওসি আরো জানান, নিহতের মাথাসহ একাধিক স্থানে হাতুড়ি পেটার আঘাত রয়েছে। যার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনও স্পস্ট নয়। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তদন্তের পর দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ