করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে জামতলী বাজারে ৫ দোকান আগুনে পুড়ে ছাই

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার ১নং ওয়ার্ডে জামতলী বাজারের পাঁচটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এঘটনায় কমপক্ষে ৪০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রবিবার (৩১ জানুয়ারী) ভোর রাতে জামতলী বাজারে আব্দুল হকের মালিকাধীন ভাড়াটিয়া ব্যবসায়ী সোহেল মিয়ার ভেরাইটিজ দোকান থেকে আগুনের সূত্রপাত হয়।

স্থানীয়দের বরাত দিয়ে শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন জানায়, সোহেল মিয়ার দোকানে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পাশের দোকানগুলোতে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন পৌছে প্রায় দেড়ঘন্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষনে আগুনে পুড়েছে- সোহেল মিয়ার দোকান, লাল মিয়ার দোকান, ফজলুল হকের দোকান, আব্দুল হাইর দোকান ও আব্দুল হকের দোকান।

এঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম ঘটনাস্থল পরির্শন করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদেরকে উপজেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে জনপ্রতি ১০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেন।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় কমপক্ষে ২০ লক্ষ টাকার মালামাল আগুন থেতে রক্ষা করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ