করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে দশম শ্রেণীর ছাত্রকে অপহরণের পর হত্যা

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৬ জানুয়ারী, ২০২১

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় তানভীর (১৫) নামে দশম শ্রেণীতে পড়ুয়ার এক স্কুল ছাত্রের লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় তিন জনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (২৬ জানুয়ারী) দুপুর ১টার দিকে উপজেলার নুরপুর ইউনিয়নের পশ্চিম নছরতপুর গ্রামের সৈয়দ আলীর বাড়ীর পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তানভীর একই গ্রামের ফারুক মিয়ার পুত্র। সে স্থানীয় আফরাজ আলী উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

আটককৃতরা হলো- উপজেলার পশ্চিম নছরপুর গ্রামের সৈয়দ আলীর পুত্র উজ্জল মিয়া (২৫) ও নুরপুর গ্রামের মলাই মিয়ার পুত্র শান্ত (২৬) ও বাছিরগঞ্জ বাজারের জলিল কবিরাজের পুত্র জাহিদ মিয়া (২৮)।

অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন, অভিভাবকের কাছে চাঁদার দাবিতে স্কুল ছাত্র তানভীরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। যারা এই হত্যাকান্ড ঘটিয়েছে তাদেরকে আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশের শরীরে আঘাতের চিহৃ পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে এবং মামলা দ্বায়ের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ