বুধবার, ১৪ মে ২০২৫, ০১:০৫ অপরাহ্ন
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার)
: ‘বাঁচলে হাওর, বাঁচবে দেশ, রক্ষা হবে পরিবেশ’ এ শ্লোগানকে সামনে রেখে বৃহত্তর হাকালুকি হাওরের ইতিহাস-ঐতিহ্য ও সম্ভাবনা নিয়ে হাওরপারের কন্ঠিনালা রাভার ড্যাম এলাকায় মঙ্গলবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত
হয়।
জুড়ী উপজেলা সাংবাদিক সমিতি ও জুড়ী টাইমস পরিবার এ আয়োজন করে।
সমিতির সধারাণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-ইমরান রুহুল ইসলাম।
হাকালুকি হাওরের জীববৈচিত্র রক্ষায়
বিভিন্ন পদক্ষেপ নেয়ার বিষয়গুলো তুলে ধরে বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর কুলাউড়া কার্যালয়ের কর্মকর্তা সাইদ আল শাহীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, উপজেলা কৃষি অফিসার জসিম উদ্দিন, জায়ফরনগর ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সেভ দ্যা চিলড্রেন এর টেকনিক্যাল ম্যানেজার ফাতেমা কানিজ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম বলেন, আমাদের সবাইকে হাকালুকি হাওরের সম্পদ, পরিবেশ ও জীব-বৈচিত্র সংরক্ষণে কাজ করতে হবে।
হাওর এলাকার মানুষকে হাওরের মূল্যবোধ বিষয়ে ও এর অস্তিত্ব রক্ষায় সচেতন করতে হবে। স্থানীয়ভাবে যুবসমাজকে সাথে নিয়ে হাওর ও জলাশয় রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে। সভায় হাকালুকি হাওরকে রামসার সাইট ঘোষণা করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, রামসার সাইট হিসেবে স্বীকৃত পৃথিবীর অন্যান্য জলাভূমির বৈশিষ্ট্য
হাকালুকি হাওরে রয়েছে। হাকালুকি হাওরকে রামসার সাইট ঘোষণা করা দরকার। শীত মৌসুমে হাকালুকি হাওরে হাজার হাজার দেশীয় এবং পরিযায়ী পাখির আশ্রয়স্থল হয়ে ওঠে। সেই সঙ্গে বৈচিত্রপূর্ণ বহু বিরল প্রজাতির মাছ ও অন্যান্য জলজ প্রাণীর প্রজননক্ষেত্র এই হাওর। হাকালুকি হাওরকে রামসারের গুরুত্বপূর্ণ জলাভূমির তালিকায় অন্তর্ভুক্ত করা হলে এর পরিবেশ ও জীববৈচিত্র বিশেষ সংরক্ষণের আওতায় আসবে; যা স্থানীয় জনগোষ্ঠীর জীবন ও জীবিকার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।