করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভার ভোট গ্রহন আজ

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১

নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর ও নবীগঞ্জ পৌরসভার ভোট গ্রহন আজ শনিবার। ইতোমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে নির্বাচনি সরঞ্জাম। তবে সুষ্টু নির্বাচনের স্বার্থে এবার ব্যালট ভোটের আগের দিন কেন্দ্রে পাঠানো হয়নি।

আজ শনিবার (১৬ জানুয়ারী) সকাল আটটায় ভোট শুরুর আগে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে প্রতিটি কেন্দ্রে ব্যালট পাঠানো হবে। এছাড়া প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে র‌্যাব মোতায়েন থাকবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করবেন।

আজ শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে ফলাফলের ক্ষেত্রে কেন্দ্রভিত্তিক শুধুমাত্র কাউন্সিলর প্রার্থীদের ফল প্রকাশ করা হবে। মেয়র প্রার্থীর ফল প্রকাশ করা হবে উপজেলা নির্বাচন অফিসে।

আমাদের মাধবপুর প্রতিনিধি জানান, মাধবপুর পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চারজন। এরমধ্যে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন শ্রীধাম দাশগুপ্ত, বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাবিবুর রহমান মানিক (ধানের শীষ), আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী শাহ্ মো. মুসলিম (জগ) ও পংকজ সাহা (নারিকেল গাছ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এছাড়া ৯টি ওয়ার্ডে ৩৭ জন সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ডে ৭ জন নারী কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্যালট পেপারে ভোটগ্রহণ হবে এই নির্বাচনে। পৌরসভার ৯টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ১৫ হাজার ৯৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৮ হাজার ১০৭ জন ও নারী ভোটার ৭ হাজার ৮৮০ জন।

প্রথম অবস্থায় মাধবপুরে উৎসবমূখর পরিবেশ থাকলে বৃহস্পতিবার রাতে বোমা হামলার পর থেকে আতঙ্ক দেখা দিয়েছে ভোটারদের মধ্যে। পাশাপাশি সুষ্ঠু ভোট ও কেন্দ্রে সংহাত-সহিংসতার শঙ্কাও করছেন তারা। যে কারণে ভোটার উপস্থিতি নিয়েও রয়েছে সংশয়। তবে শত সংশয় থাকলেও আজ নির্বাচিত করবেন তাদের পৌর পিতাকে।

বোমা হামলার ঘটনায় ৫৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থী শ্রীধাম দাশগুপ্ত। তবে পুলিশ এখনও অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করেনি। পুলিশ বলছে, বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। তদন্তের পরই এ ব্যাপারে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ইতিমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রিজাইডিং ও পুলিং অফিসারগণ। তবে ঝুঁকিপূর্ণ কোন কেন্দ্র নেই, প্রত্যেক প্রার্থীর নিজ কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়াও নির্বাচনে দায়িত্ব পালন করবেন ১ জন জুডিশিয়ালসহ ১০ জন ম্যাজিস্ট্রেট। পুরো পৌরসভায় থাকবে পুলিশের ৩৫ সদস্যের মোবাইল টিম, ২০ সদস্যের স্ট্রাইকিং ফোর্স, ২ প্লাটুন বিজিবি সদস্য ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-এর একটি টিম।

আমাদের নবীগঞ্জ প্রতিনিধি জানান, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর সমন্বয়ে গঠিত কঠোর নিরাপত্তা বেষ্টনী আর উৎসব মুখর পরিবেশে নবীগঞ্জ পৌরসভার ভোটগ্রহন হচ্ছে আজ। সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে একটানা এ ভোটগ্রহন অনুষ্ঠিত হবে।

আজই নির্ধারিত হবে ‘কে হচ্ছেন নবীগঞ্জ পৌরসভার নতুন নগর পিতা।’ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মেয়র, সাধারণ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৫২ প্রার্থী। এর মধ্যে রয়েছে মেয়র পদে ৩, ৯টি সাধারণ ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৭ ও ৩টি সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৮ হাজার ৮শ’ ৭৭। এর মাঝে নারী ৯ হাজার ৭শ’ ৫৫ ও পুরুষ ভোটার ৯ হাজার ১শ’ ২২।

প্রার্থী তালিকা: মেয়র পদে বর্তমান মেয়র বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) মনোনীত আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী (ধানের শীষ), আওয়ামীলীগ মনোনীত গোলাম রসুল চৌধুরী রাহেল (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী মাহবুব আলম সুমন পেয়েছেন (জগ) প্রতীক। ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মোঃ জাকির হোসেন (পানির বোতল), মোঃ মিজানুর রহমান (উটপাখি) ও মোঃ আক্তার উজ্জামান চৌধুরী (টেবিল ল্যাম্প)। ২নং ওয়ার্ডে মোঃ সুন্দর আলী (পাঞ্জাবী), আকমল হোসেন আজাদ (টেবিল ল্যাম্প), এটি.এম রুবেল মিয়া (উটপাখি), মোঃ সাহেদুর রহমান (ডালিম) ও আঃ ছোবহান (পানির বোতল)। ৩নং ওয়ার্ডে শাহ মোঃ রিজভী আহমেদ খালেদ (উটপাখি), মোঃ অহি চৌধুরী (টেবিল ল্যাম্প) ও মোঃ নানু মিয়া (পানির বোতল)।

৪নং ওয়ার্ডে প্রাণেশ চন্দ্র দেব (টেবিল ল্যাম্প), যুবরাজ গোপ (উটপাখি) ও সমীরন দাশ (পাঞ্জাবী)। ৫নং ওয়ার্ডে এটিএম সালাম (টেবিল ল্যাম্প), মোঃ লুৎফুর রহমান (পানির বোতল), মোঃ আমির হোসেন (উটপাখি), মোঃ সুহেলুজ্জামান (পাঞ্জাবী) ও ইসমত আলী (ডালিম)। ৬নং ওয়ার্ডে জায়েদ চৌধুরী (ডালিম), শেখ মোঃ আবুল হোসেন (পানির বোতল), মোঃ ইসলাম উদ্দিন চৌধুরী (উটপাখি), আল আমিন চৌধুরী (টেবিল ল্যাম্প) ও মঈনুল ইসলাম চৌধুরী (পাঞ্জাবী)।

৭নং ওয়ার্ডে মোঃ কবির মিয়া (পানির বোতল), রুহুল আমিন রফু (উটপাখি) ও ফখরুজ্জামান চৌধুরী (পাঞ্জাবী), ৮নং ওয়ার্ডে বাবুল চন্দ্র দাশ (টেবিল ল্যাম্প), সন্তষ দাস (পানির বোতল), ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন চৌধুরী (ডালিম) এবং দিব্যেন্দু ধর (উটপাখি)। ৯নং ওয়ার্ডে মোঃ আলাউদ্দিন (পানির বোতল), শেখ শাহনূর আলম ছানু মিয়া (ডালিম), শাহ ফজলুল করিম (গাজর), মোঃ ফজল আহমদ চৌধুরী (পাঞ্জাবী), শেখ জগলুল হাসান (পানির বোতল) ও শাফি মিয়া তালুকদার (উটপাখি)।

১নং সংরক্ষিত ওয়ার্ডে (১, ২ ও ৩নং সাধারণ ওয়ার্ড) ফারজানা মিলন পারুল (আনারস), জাকিয়া আক্তার লাকী (জবা ফুল), মোছাঃ স্বপ্না বেগম (চশমা) ও শামেলা বেগম (অটোরিক্সা), ২নং সংরক্ষিত ওয়ার্ডে (৪,৫ ও ৬নং সাধারণ ওয়ার্ড) মোছাঃ রুকেয়া বেগম (অটোরিক্সা), পূর্ণিমা রানী দাশ (আনারস), মোছাঃ তৈয়মুন্নেছা (জবাফুল), মোর্শেদা আক্তার (চশমা) ও রওশনারা বেগম (টেলিফোন) ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডে (৭, ৮ ও ৯নং সাধারণ ওয়ার্ড) সৈয়দা নাসিমা বেগম (আনারস), মোছাঃ শেলী বেগম (চশমা) ও মোছাঃ রাজিয়া বেগম (অটোরিক্সা)।

গতকাল শুক্রবার দিবাগত রাতে এ প্রতিবেদকের সাথে মোবাইল ফোনে আলাপকালে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, ইতিমধ্যেই নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেন্দ্রে কেন্দ্রে পৌছে গেছেন নিরাপত্তা বাহিনীর সদস্যসহ প্রিজাইডিং ও পুলিং অফিসারগন। পৌছে গেছে ব্যালট ব্যাতীত সকল নির্বাচনী সরঞ্জাম। আজ শনিবার ভোরে কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পৌছে যাবে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ঝুঁকিপূর্ণ কোন কেন্দ্র নেই, তবে প্রত্যেক প্রার্থীর নিজ কেন্দ্রকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ১০ জন পুলিশ ও ৯ জন আনসার সদস্য সার্বক্ষনিক নিরাপত্তার দায়িত্ব পালন করবে। এছাড়াও নির্বাচনে দায়িত্ব পালন করবেন ১ জন জুডিশিয়ালসহ ১০ জন ম্যাজিস্ট্রেট। পুরো পৌরসভায় থাকবে পুলিশের ৩৫ সদস্যের মোবাইল টিম, ২০ সদস্যের স্ট্রাইকিং ফোর্স, ২ প্লাটুন বিজিবি সদস্য ও র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-এর একটি টিম।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ