করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বাহুবলে ওয়াজ থেকে ফেরার পথে কিশোরকে কুপিয়ে হত্যা

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

এফ আর হারিছ, বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে আলমগীর মিয়া (১৭) নামের এক কিশোরকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামকস্থানে এ ঘটনাটি ঘটে।

নিহত আলমগীর পুটিজুরী ইউনিয়নের আহমদপুর গ্রামের আফতাই মিয়ার ছেলে। তিনি পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যাক্তি ছিলেন।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার বড়চর গ্রামের একটি ওয়াজ শুনে বাড়ি ফেরার পথে পুটিজুরী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেল ও সিএনজি অটোরিক্সা নিয়ে আসা দুর্বৃত্তরা তাকে মাথায় কুপ দিলে সে মাঠিতে লুঠিয়ে পড়ে।

তাৎক্ষনিক তার সাথে থাকা বন্ধু মুন্না সহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তার সাথে থাকা উপজেলার যাদবপুর গ্রামের মুন্না জানায়, পৌষ মাসের ২২ তারিখে মুগকান্দি গ্রামের মজনু শাহর ওরসে সম্ভপুর গ্রামের আকাশ নামের এক ছেলের সাথে কথাকাটাকাটি হয়। গতকালও তাদের সাথে বড়চর গ্রামের হাফিজুর রহমান কুয়াকাটা হুজুরের ওয়াজে টেলা ধাক্কা হয়। এরই জের ধরে আকাশ ও তার লোকজন এ ঘটনা ঘটায়।

একটি সূত্র জানায়, হাসপাতাল থেকে মুন্নাকে আটক করে পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় দুর্বৃত্তের দুই অভিভাবকে আটক করা হয়েছে।

আটকের বিষয়ে বুধবার (১৩ জানুয়ারী) সকাল ৯টায় বাহুবল মডেল থানার ওসি মো: কামরুজ্জামান ও তদন্ত ওসি আলমগীর কবীরকে কয়েকবার ফোন দিলেও তারা ফোন রিসিভ করেননি।

 

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ