করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জুড়ীতে ১৩শ ৩৫ পিস ইয়াবাসহ আটক ১

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ী সীমান্তের  দক্ষিণ কর্ণার এলাকায় শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে বিজিবি সদস্যরা ১৩শ ৩৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ একজন চোরাকারবারীকে আটক করেছে।

আটককৃতের নাম নজির উদ্দিন (৩৫)। তিনি জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের হোসনাবাদ গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

বিজিবি ৫২ ব্যাটালিয়ন সুত্রে জানা গেছে, দুই সহোদরের মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে জুড়ী বিজিবির মোকামটিলা বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো. রফিকুল ইসলামের নেতৃত্ব সীমান্তের শসানঘাট দক্ষিন কর্ণার নামক স্থানে সীমান্তের মেইন পিলার ১৮১৩/১৫ এস হতে ৭৫ গজ বাংলাদেশ অভ্যন্তরে বিজিবি সদস্যরা অভিযান চালায়।

অভিযানকালে বিজিবির টহলদল ১৩৩৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও ২ টি ভারতীয় বোরোলিন ক্রিমসহ নজির উদ্দিন নামে এক চোরাকারবারীকে আটক করতে সক্ষম হয়। এসময় নজির উদ্দিনের বড়ভাই আব্দুল খালিক পালিয়ে যায়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গাজী শহীদুল্লাহ শনিবার রাতে জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের সিজার মূল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ