বুধবার, ১৪ মে ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
কমলগঞ্জ ( মৌলভীবাজার ) প্রতিনিধি: চাহিদা ভিত্তিক নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন প্রকল্প (১ম পর্যায়) এর আওতায় শ্রীমঙ্গল উপজেলার জেরিন চা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন এবং সিলেট বিভাগের গুরুত্বপূর্ন গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্প (SDIRIIP) এর আওতায় জেরিন চা কারখানা হইতে বালিশিরা খাসিয়া পুঞ্জি পর্যন্ত রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহষ্পতিবার (৭জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় উপজেলার জেরিন চা বাগানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্কুল ভবন এবং নতুন রাস্তার উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
অনুষ্টানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে ও চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান প্রেম সাগর হাজরা, সহকারী কমিশনার (ভূমি) নেছার উদ্দিন, জেরিন চা বাগানের ডেপুটি জেনারেল ম্যানেজার সেলিম রেজা চৌধুরী, শ্রীমঙ্গল থানার ওসি (অপারেশন) নয়ন কারকুন, উপজেলা প্রকৌশলী সঞ্জয় মোহন সরকার, উপজেলা শিক্ষা অফিসার এস এম জাকিরুল ইসলাম, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায় প্রমুখ।
উল্লেখ্য বিদ্যালয়টি নির্মাণে ব্যয় হয়েছে ৮৫ লক্ষ টাকা এবং নতুন রাস্তা নির্মাণে ব্যয় হয় ১ কোটি ৪৩ লক্ষ টাকা।