করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

ব্যারিস্টার সুমনের বক্তব্যের প্রতিবাদ করেছে বিএনপি

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: আসন্ন পৌর নির্বাচনকে সামনে রেখে নবীগঞ্জ শহরে উত্তেজনা দেখা দিয়েছে। আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর পক্ষে গণসংযোগ শেষে পথসভায় ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বক্তব্যকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে। এরপর মিথ্যা ও ভিত্তিহীন বক্তব্যের অভিযোগ এনে নবীগঞ্জে প্রতিবাদ সভা ও মিছিল করেছে বিএনপির সহযোগী সংগঠন যুবদল-ছাত্রদল ও অঙ্গসংগঠন।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে প্রতিবাদ সভা ও মিছিল করা হয়।

জানা যায়, ১৬ জানুয়ারি নবীগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী যুবলীগ মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসুল রাহেল চৌধুরীর সমর্থনে শহরের নতুন বাজার মোড়, থানা পয়েন্টসহ বিভিন্নস্থানে পথসভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

বৃহস্পতিবার সন্ধ্যায় নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়ে বক্তৃতায় ব্যারিস্টার সুমন বলেন (হুবহু) এখানে আইসা বক্তব্য দিতে গিয়ে ভয় পাইয়া গেছি, ভয় পাইছি এই কারণে এই রাহেল পৌরসভায় থাইকা, আমাদের সম্মানিত মেয়র ছাবির চৌধুরী সাহেব রাহেলকে বৈতল(বহিরাগত) বলেন, আমি তো চুনারুঘাট থাকি আইছি আমি তো আরও বড় বৈতল, থানার ওসিও বৈতল,ইউএনও বৈতল, আমরা ইকানো কেউরির মানইজ্জত মারতে আইছিনা সেবা করা মানসিকতা নিয়া আইছি, উপজেলা চেয়ারম্যান সাহেবে একটা কথা কইছইন এই পৌরসভায় কোনো উন্নয়ন হইছেনা, আমি তাইনের কথার সাথে একমত না, এই সাব্বির হোসেন সাব বিএনপির প্রার্থী উনার সময় একটা বড় উন্নয়ন হইছে, এটা তাইন লুকাইয়া গেছইনগা, এই উন্নয়নটা হইল গিয়া মুখে হা করলে মশা হামাই যায় গা, মশার যন্ত্রনায় ক’টা লিফলেট দিতাম চাইছলাম, লিফলেট দিতাম পারিনা মশার যন্ত্রনায়। এছাড়াও ব্যারিস্টার সুমন রাস্তাঘাটের কোনো উন্নয়ন হয়নি,খেলার মাঠের বেহাল অবস্থা বলে মন্তব্য করেন । বক্তব্যে তিনি রাহেলকে বিজয়ী করলে উন্নয়নের দায়িত্ব বন মন্ত্রী নিবেন বলেও মন্তব্য করেন।

ব্যারিস্টার সুমনের এমন বক্তৃতার পর পর হবিগঞ্জ জেলা যুবদলের সদস্য অলিউর রহমান অলির নেতৃত্বে ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক ও যুবদল নেতা আবুল কালাম মিঠু,৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনোয়ার হোসেন কনু,নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক রশিদুল ইসলামসহকারে নবীগঞ্জ শহরে রাত ৮টায় প্রতিবাদ মিছিল ও পথসভা করা হয়েছে ।

প্রতিবাদ সভায় বক্তারা ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন কর্তৃক নবীগঞ্জ পৌরসভার বর্তমান মেয়র ও বিএনপি মনোনীত প্রার্থী ছাবির আহমদ চৌধুরী বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানান।

এদিকে ব্যারিস্টার সুমনের বক্তব্য ও বিএনপির তাৎক্ষণিক প্রতিবাদ সভাকে কেন্দ্র করে নবীগঞ্জ শহরে উত্তেজনা দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ