মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৩:১৯ অপরাহ্ন
আব্দুর রাজ্জাক রাজু: চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়ন কৃষকলীগের সম্মলন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার বিকালে আমুরোড বাজারের শুকদেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় সহ সভাপতি জয়নাল আবেদীন।
পরে ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক সেলিম মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়াল বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী।
প্রধান বক্তা হিসাবে জোরদার বক্তব্যে রাখেন কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক এড.শামীমা শাহরিয়ার এমপি,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ হাবিবুর রহমান মোল্লা,
সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির আইন সম্পাদক এডভোকেট মোঃ জহির উদ্দিন লিমন,বাংলাদেশ কৃষকলীগের হবিগঞ্জ জেলা সভাপতি আলহাজ্ব হুমায়ূন কবীর রেজা,জেলা ককৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল হোসেন ও শেখ মহিবুল হাসান তালুকদার কাউছারর,
উপস্থিতি ছিলেন চুনারুঘাট উপজেলা কৃষকলীগের সভাপতি মুজিবুর রহমান মুজিব,উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী আব্দুল লতিফ,স্থানীয় চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সেক্রেটারি আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ হাসান আলী, আহম্মদাবাদ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ মোঃ আলা উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা কৃষকলীগের সেক্রেটারি শেখ জামাল আহমেদ ,উপজেলা যুবলীগের সেক্রেটারী কেএম আনোয়ার হোসেন,উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মীর জুবায়ের আলম প্রমুখ।
পরে উপস্থিত নেতৃবৃন্দ সকলের সম্মতিক্রমে আহম্মদাবাদ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি হিসাবে বেলাল আহমেদ ও আকুল মিয়া কে সেক্রেটারি নির্বাচিত করেন।