মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার দেউন্দি ক্রস রোডে মাইক্রোবাসের ধাক্কায় ফরিদ মিয়া(৩৫) নামে এক কাতার প্রবাসী যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৫ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে এদুর্ঘটনাটি ঘটে। নিহত ফরিদ মিয়া উপজেলার কাজিরগাও গ্রামের মৃত লাল মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদ মিয়া মোটরসাইকেল যোগে কাজিরগাও থেকে শায়েস্তাগঞ্জ যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের দেউন্দিক্রস রোড পারাপারের সময় সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন ফরিদ মিয়া। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।
নিহত পরিবার সূত্রে জানা যায়, ফরিদ মিয়া দুই মাস পূর্বে কাতার থেকে ছুটি নিয়ে দেশে ফিরে ১০-১২ আগে বিয়ে করেন। ঘটনার দিন মোটরসাইকেল যোগে শ্বশুর বাড়ি যাচ্ছিলেন।
হবিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসক দেবাশীষ দাশ নিহতের বিষয়টি নিশ্চিত করেন।