মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলের তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে আত্নীয়ের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।
মুমূর্ষ অবস্থায় শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই তরুণী বাহুবল উপজেলার চন্দনিয়া গ্রামের আব্দুল আজিজের কন্যা।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে প্রেমের ফাঁদে ফেলে আতœীয়ের বাড়িতে নিয়ে গিয়ে এ ধর্ষণের ঘটনা ঘটে।
জানা যায়, মাস খানেক পূর্বে রং নাম্বরে উজ্জল ওরফে নুরুল ইসলাম নামে এক যুবকের সাথে ওই তরুণীর পরিচয় হয়। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। উজ্জল নিজেকে ব্যবসায়ী ও বিত্তশালী পরিচয় দিয়ে দরিদ্র পরিবারের ওই তরুণীকে তার প্রেমে আকৃষ্ট করে।
গত বৃহস্পতিবার বিকেলে উজ্জল ওই তরুণীকে প্রলোভন দিয়ে বাড়ি থেকে বের করে নিয়ে আসে। প্রথমে তারা দুজন ধুলিয়াখালে দেখা করে। এরপর সিএনজি অটোরিক্সা নিয়ে কেনা-কাটা করে। রাতের খাবার শেষ করে ওই তরুণীকে উজ্জল পইল গ্রামে তার আত্মীয়ের বাড়ি নিয়ে যায়। সেখানে নিয়ে তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি সকালে ওই যুবতী তার অভিভাবককে অবগত করে। এরপর বিষয়টি রফাদফার চেষ্টা করে এক শ্রেনীর লোকজন। কিন্তু মিমাংসা না হলে বিকেলে ওই যুবতীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী জানান, এ বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।