• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে মেয়র পদে লড়ছেন একই দলের ৩ জন

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২২ ডিসেম্বর, ২০২০

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভা নির্বাচন আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

এই নির্বাচনের মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন গত রোববার একই দলের(আওয়ামীলীগ) তিনজন মেয়র প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মেয়রপ্রার্থীরা হলেন- আওয়ামীলীগ মনোনীত প্রার্থী, উপজেলা যুবলীগের আহবায়ক বর্তমান মেয়র মো: জুয়েল আহমেদ, স্বতন্ত্র প্রার্থী কমলগঞ্জ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি, জেলা যুবলীগের সহ সভাপতি, বর্তমান পৌর কাউন্সিলরমো: আনোয়ার হোসেন এবং কমলগঞ্জ উপজেলা সড়ক পরিবহন শ্রমিকলীগের আহবায়ক,ঠিকাদার মোঃ হেলাল মিয়া।

এবারের নির্বাচনে এই তিনজনই আওয়ামীলীগের দলীয়মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে বর্তমান মেয়র মো: জুয়েল আহমদকে মনোনয়ন
দেয়। গত রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিন মেয়র প্রার্থীই নিজেদের
সমর্থকদের নিয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন।

কমলগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপির একক প্রার্থী উপজেলা বিএনপির সাবেক
সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন মনোনয়নপত্র দাখিল করলেও দলের মধ্যে
আভ্যন্তরীন কোন্দলে জর্জরিত থাকায়খুব একটা সুবিধা করতে পারবেন না বলেদলীয় সূত্রে আভাস পাওয়া গেছে।

এ নির্বাচনে ক্ষমতাসীন দলের তিন মেয়র
প্রার্থীর মধ্যেই মূল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ