করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কনে বিদায়কালে উপহার ভাগাভাগি নিয়ে ঝগড়ায় বিয়ে বিচ্ছেদ

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ: কনে বিদায়কালে উপহার ভাগাভাগি নিয়ে ঝগড়ায় বিচ্ছেদ হয়ে গেছে নব দম্পতির।

শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে রাজশাহীর বাগমারায় এই ঘটনা ঘটে।

এর আগে শুক্রবার দুপুরে উপজেলার তেলিপুকুর গাঙ্গোপাড়া গ্রামের মহসিন আলীর (২৮) সঙ্গে উপজেলার ইসমাইলপুর গ্রামের জেসমিন আক্তারের (২৩) বিয়ে হয়। একলাখ টাকা দেনমোহরে বিয়ে রেজিস্ট্রি করেন নিকাহ রেজিস্ট্রার আক্কাছ আলী। আবার রাতেই দুপক্ষের সমঝোতায় বর-কনের বিচ্ছেদ হয়।

এলাকাবাসী জানিয়েছেন, কনে বিদায়কালে উপহারসামগ্রীর বণ্টন নিয়ে প্রথমে মনোমালিন্য হয়। পরে নিয়ে দুপক্ষের মধ্যে এ নিয়ে ঝগড়া বেধে যায়। রাতে বিষয়টি থানায় গড়ায়।

কনেপক্ষের অভিযোগ, উপহারসামগ্রী নিয়ে বরপক্ষ বাড়াবাড়ি করেছে। তারা চেয়েছিলেন সংসারটা হোক। কিন্তু বরপক্ষের কারণে তা হয়নি।

তবে অভিযোগের বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তারা কোনো মন্তব্য করতে চাননি।

বরের প্রতিবেশী ও সাবেক ইউপি সদস্য আজাহার আলী বলেন, ‘উভয়পক্ষের উচিত ছিল একটু শান্ত হওয়া। কেউ কাউকে ছাড় না দেয়ায় এই ঘটনা ঘটেছে।;

নিকাহ রেজিস্ট্রার আক্কাছ বলেন, ‘দুই পরিবারের সম্মতিতেই বিয়ে হয়েছিল। কিন্তু বর ও কনেপক্ষের মনোমালিন্যের কারণে বিয়ে বিচ্ছেদ ঘটেছে। বিচ্ছেদও হয়েছে দুই পক্ষের সম্মতিতে।’

জানতে চাইলে বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বলেন, ‘উভয়পক্ষের সমঝোতার মাধ্যমে ছাড়াছাড়ি হয়েছে বলে তিনি শুনেছেন। তবে এ নিয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেবে পুলিশ।’

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ