শনিবার, ১০ মে ২০২৫, ০৯:০৪ অপরাহ্ন
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): মহান বিজয় দিবসে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নির্মিত মিলনপুর গুচ্ছ গ্রামের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হরিপুর ইউনিয়নের মিলনপুর গ্রামে উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নিবার্হী কর্মকতা নাজমা আশরাফীর সভাপতিত্বে হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখির পরিচালনায় প্রধান
অতিথি হিসেবে উদ্বোধন করেন সমাজকল্যাণ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদ,সহকারী কমিশনার তাহমিনা আক্তার,উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোঃ তারেক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
সাইফুল আলম ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু।
এসময় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএম ফরহাদ হোসেন সংগ্রাম এমপি হরিপুর জমিদার বাড়িতে বসবাসরত ১০টি গৃহহীন পরিবারের মাঝে চাবি হস্তান্তর করেন।