• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে পৌরনির্বাচনে আচরণ বিধি সংক্রান্ত অবহিতকরণ সভা

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেছেন, নির্বাচনের আচরণ বিধি লঙ্ঘন করা যাবে না। আপনি যত শক্তিশালী প্রার্থী হোন না কেনো আচরণ বিধি লঙ্ঘন করলে আইন অনুযায়ী প্রার্থীতা বাতিল করা হবে।

রোববার বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে পৌরসভা নির্বাচনে প্রার্থীদের নিয়ে আচরণ বিধি সংক্রান্ত অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, শায়েস্তাগঞ্জ পৌর এলাকায় যে সকল প্রার্থীদের রঙিন ব্যানার ও তোরণ লাগানো রয়েছে সেগুলো ২৪ ঘন্টার মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে ফেলতে হবে।

জেলা প্রশাসক বলেন, নির্বাচন হবে অবাদ সুষ্ঠু ও শান্তিপূর্ণ। একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই আমার কাজ।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম, শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনর্চাজ অজয় চন্দ্র দেব।

এসময় প্রার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান ও জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, ২৮ ডিসেম্বর ভোট হবে ইভিএম পদ্ধতিতে। নির্বাচনের দুইদিন আগে ২৬ ডিসেম্বর প্রতিটি কেন্দ্রে ভোটারদের মাঝে সচেতনতা তৈরি করতে মক ভোট গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ