মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: ২৮ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে ছয় জন মেয়র প্রার্থীসহ ৫৫ জনের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলা নির্বাচনী অফিসে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করেন জেলা নির্বাচন অফিসার ও শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান।
মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ মাসুদোজ্জামান মাসুক (নৌকা), বিএনপি মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ অলি (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী বতর্মান মেয়র মোঃ ছালেক মিয়া (নারিকেল গাছ), ফজল উদ্দিন তালুকদার (চামুছ), আবুল কাশেম শিবলু (জগ), ইমদাদুল ইসলাম শীতল ( মোবাইল ফোন)।
এছাড়াও ৩৫ জন সাধারণ আসনের কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে।