মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:১৩ পূর্বাহ্ন
করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র মেয়র প্রার্থী সারোয়ার আলম শাকিল মেয়র প্রার্থী থেকে সরে গেলেও চার জন আওয়ামী লীগের বিদ্রোহী সহ মাঠে রয়েছেন ছয় মেয়র প্রার্থী।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে উপজেলা নির্বাচন অফিসার ও পৌরসভা নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামানের কাছে প্রার্থীতা প্রত্যাহার করেন শাকিল। এর আগে ১ ডিসেম্বর মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোননয়পত্র জমা দেন তিনি।
এদিকে, ৩ ডিসেম্বর প্রার্থীতা বাছাইয়ের দিনে মেয়র প্রার্থী আতাউর রহমান মাসুকের (আ’লীগ বিদ্রোহী) মনোনয়ন পত্রে তথ্যে ভুল থাকায় বাতিল হয়। ৬ ডিসেম্বর জেলা প্রশাসকের কাছে আপিল করলেও শুনানিতে ঠিকেনি তার প্রার্থীতা।
২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনেমেয়র পদে এখন মাঠে লড়ছে ছয় প্রার্থী। তন্মধ্যে আওয়ামী লীগ মনোনীত মাসুদোজ্জামান মাসুক, বিএনপি মনোনীত ফরিদ আহমেদ অলি, স্বতন্ত্র মেয়র প্রার্থী হিসেবে বতর্মান মেয়র মোঃ ছালেক মিয়া (আ’লীগ বিদ্রোহী), ফজল উদ্দিন তালুকদার (আ’লীগ বিদ্রোহী) আবুল কাশেম শিবলু (আ’লীগ বিদ্রোহী), ইমদাদুল ইসলাম শীতল (আ’লীগ বিদ্রোহী)।
উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান জানান- মেয়র পদে ৮ জন মনোনয়ন পত্র জমা দিলেও একজনের মনোনয়নপত্রে ত্রæটি থাকায় বাতিল করা হয়েছে। আর একজন প্রার্থী প্রত্যাহার করেছেন। ফলে মেয়র পদে এখন ছয় জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন মনোনয়ন দাখিল করেন। যাছাই বাছাইয়ে একজনের মনোনয়ন পত্রে ত্রæটি থাকায় প্রার্থীতা বাতিল করা হয়, তাই মাঠে রয়েছে ৩৫ জন ও সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর পদে ১৪ প্রতিদ্বন্ধিতা করছেন।