মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪৯ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি: হবিগঞ্জের খাদ্য উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত।
বুধবার দুপুর থেকে শহরতলীর বিসিক শিল্পনগরী ও শহরের বিভিন্ন স্থানে কারখানায় চলে এই অভিযান।
এসময় সাতটি নামিদামী প্রতিষ্ঠানকে সাড়ে ১১ লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানপ্রাপ্ত প্রতিষ্ঠান গুলো হলো- কাশফুল ফুড প্রোডাক্ট ১ লক্ষ ৫০ হাজার, প্রাইম ফুডকে ১ লক্ষ ৫০ হাজার, আছাদ ফুডকে ২ লক্ষ, রানা ফুডকে ১ লক্ষ, আমেনা বেকারিকে ৫০ হাজার, হাজী সোনর আলী বেকারিকে ৩ লক্ষ ও আলম ফুডকে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়।
র্যাবের কর্মকর্তারা জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ এবং পোড়া তেল ব্যবহার করছিল এসব প্রতিষ্ঠান।