মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুরে বিপুল পরিমাণ ইয়াবার চালান সহ এন্দ্রিও এন মারাক (২৩) নামে এক ভারতীয় নাগরিককে র্যাপিড এ্যাকশান ব্যাটারিয়ন (র্যাব) আটক করেছে।
রবিবার তাকে সুনামগঞ্জের তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার।
এন্দ্রিও এন মারাক ভারতের মেঘালয় ষ্টেইটের দক্ষিণ পশ্চিম খাসিহিলস্ জেলার রাণীগড় থানার ঘোমাঘাট মফলং গ্রামের প্রয়াত নরেন্দ্র মারাকের ছেলে।
এরপুর্বে শনিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরে তাহিরপুরের সীমান্তগ্রাম রাজাই হতে র্যাব তাকে আটক করে।
র্যাব-৯ সিলেটের মিডিয়া সেল জানান,বাংলাদেশে থাকা মাদক কারবারীদের নিকট ইয়াবার একটি বড় ধরণের চালান সরবরাহের আগাম খবর পেয়ে র্যাব-৯ সুনামগঞ্জ সিপিসি-৩’র কোম্পানী কমান্ডার লে.কমান্ডার ফয়সল আহমেদ ও সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ রাসেলের নেতৃত্বে র্যাবের টহল দল শনিবার রাতে সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত গ্রাম রাজাই হতে এন্দ্রিও এন মারাককে আটক করে। ওই সময় ৭৭০পিস ইয়াবা, একটি মোবাইল ফোনসেটসহ দুটি সিমকার্ড জব্দ করা