• Youtube
  • English Version
  • মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:০৬ পূর্বাহ্ন

করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শাহজিবাজারে তেলবাহি ট্রেনের ৪ বগি লাইনচ্যুত

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজিবাজার রেল স্টেশন এলাকায় তেলবাহি ট্রেনের চারটি বাগি লাইচ্যুত হয়ে পড়েছে। এতে সিলেটরুটে সকল ধরণের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট-আখাউড়া রেল সেকশনে এদুর্ঘটনাটি ঘটেছে। এঘটনায় দুইটি তেলবাহি বগি উল্টে যায় এবং দুইটি বগি লাইনচ্যুত হয়।

শাহজিবাজার রেলওয়ে জংশন মাষ্টার মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রেনটি আখাউড়া থেকে সিলেট যাবার পথে শাহজিবাজার রেল স্টেশনে ডুকার আগে আউটারে চার বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

স্থানীয়রা জানায়, উল্টে যাওয়া দুটি বগি থেকে তেল পড়ছে। যা স্থানীয়রা নিয়ে যাচ্ছে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের উপসহকারি প্রকৌশলী (পথ) মোঃ সাইফুল ইসলাম বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে লাইচ্যুত বগি উদ্ধার করা হলে, ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

তেলবাহি ট্রেনের ড্রাইভার হামিদ আলী বলেন, আখাউড়া থেকে ছেড়ে সিলেট যাবার পথে শাহজিবাজার রেলস্টেশনে ডুকার সময় ট্রেনের দুইটি বগি উল্টে যায় এবং দুইটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

কি কারনে দুর্ঘটনাটি হতে পারে জানতে চাইলে ট্রেন ড্রাইভার জানান, রেললাইন পয়েন্টে ত্রæটি থাকার কারনে হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ