বুধবার, ১৪ মে ২০২৫, ০৯:৪৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সিলেটেও চালু হয়েছে। এ টেস্টের মাধ্যমে মাত্র আধা ঘণ্টায় জানা যাবে ফল। যাদের এক সপ্তাহ ধরে করোনা উপসর্গ থাকবে কেবল তাদের এই টেস্ট বিনামূল্যে করা হবে।
শনিবার (৫ ডিসেম্বর) বেলা ১২টা থেকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এ টেস্ট শুরু হয়। প্রথম দিনই ১২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
উপ-পরিচালক জানান, শহীদ শামসুদ্দিন হাসপাতালে আজ থেকে অ্যান্টিজেন টেস্ট শুরু হয়েছে। এর মাধ্যমে আধাঘণ্টার মধ্যে কেউ আক্রান্ত কী-না, তা জানা যাবে।
যাদের শরীরে ৩ দিন ধরে করোনার উপসর্গ রয়েছে তাদেরকে অ্যান্টিজেন টেস্টের আওতায় আনা হবে। আর উপসর্গবিহীনদের নমুনা আরটি-পিসিআর ল্যাবে পরীক্ষা করা হবে বলেও জানান তিনি।
এদিকে, যান্ত্রিক ত্রুটির কারণে আজ ওসমানী মেডিক্যাল কলেজের আরটি-পিসিআর ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, সিলেটসহ দেশের দশটি জেলায় অ্যান্টিজেন টেস্ট আজ থেকে চালু হয়েছে। সকাল ১০টায় অনলাইনে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করেন।
এই দশ জেলা হলো- পঞ্চগড়, গাইবান্ধা, জয়পুরহাট, পটুয়াখালি, মেহেরপুর, মুন্সিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, যশোর, মাদারিপুর ও সিলেট।