সোমবার, ১২ মে ২০২৫, ১১:৩০ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: ‘শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে, মুজিববর্ষের অঙ্গিকার ক্রমান্বয়ে ভাতা হবে সবার, এই শ্লোগানকে সামনে রেখে ২০১৯-২০২০ অর্থ বছরের শায়েস্তাগঞ্জ উপজেলার আওতাধীন বয়স্ক, বিধাব ও অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ করা হয়েছে।
বুধবার(২৫ নভেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে উল্লেখিত ব্যক্তিদের মাঝে ভাতা বই বিতরণ করেন সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম প্রধানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ তালুকদার ইকবাল, সহকারি কমিশনার (ভুমি) মাসফিকা হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান গাজিউর রহমান এমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার, ইউপি চেয়ারম্যান হোসাইন আদিল মোঃ জজ মিয়া, মোঃ মুখলিছ মিয়া, জেলা পরিষদের সদস্য আব্দুল্লাহ সরদারসহ আরো অনেকেই।
সমাজসেবা অফিস জানায়- উপজেলার শায়েস্তাগঞ্জ পৌরসভা ও ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ৩৪১জনকে ভাতা বই দেওয়া হয়েছে। বাকী দুইটি ইউনিয়নে শীঘ্রই দেওয়া হবে। তন্মধ্যে শায়েস্তাগঞ্জ পৌরসভায় ৪৭জন বয়স্ক, ৫৪জন বিধাব ও ১১০ জন অস্বচ্ছল প্রতিবন্ধীকে দেওয়া হয়েছে এবং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের ৪২ জন বয়স্ক, ৩৮ জন বিধাব ও ৫০ অস্বচ্ছল প্রতিবন্ধীকে ভাতা বই দেওয়া হয়। ভাতাপ্রাপ্তরা প্রতি তিন মাস অন্তর অন্তর ভাতার টাকা তুলতে পারবেন।
এর আগে উপজেলা পরিষদ মিলনায়তনে মুজিব শতবর্ষ উপলক্ষে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য গৃহনির্মাণ কর্মসূচি বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির।