করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

নাসিরনগরে মসজিদে বিদ্যুৎস্পৃষ্টে বানিয়াচংয়ের শ্রমিকের মৃত্যু

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ২২ নভেম্বর, ২০২০

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আতুকুড়া বড়বাড়ি জামে মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শাহিন মিয়া (২৬) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানা পুলিশ।

নিহত শাহিন হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার কামাল কালি গ্রামের আব্দুল
কাহারের ছেলে।

আজ রবিবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুড়া গ্রামের বড়বাড়ি জামে মসজিদে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায় রবিবার দুপুরে উপজেলার ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. কামরুজ্জামান মামুনের পারিবারিক আতুকুড়া বড়বাড়ি জামে মসজিদে ইলেকট্রিকের কাজ করছিলো শাহিন।

করোনাভাইরাসের কারণে হঠাৎ করে কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ২২ নভেম্বর পুনরায় কাজ শুরু করেন শাহিন। আজ দুপুরে কাজ করার সময় মসজিদে ব্যবহৃত রড ইলেকট্রিক মেশিন দিয়ে কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় শাহিন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

ফান্দাউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এড. কামরুজ্জামান মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আতুকুড়া বড়বাড়ি জামে মসজিদটি আমাদের পারিবারিক মসজিদ। আজ কাজ শুরু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন মারা যায়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিচুল হক জানান,শাহিন আতুকুড়া গ্রামের একটি পারিবারিক মসজিদে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ