করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

সুনামগঞ্জে ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ৯ নভেম্বর, ২০১৮

নিজস্ব প্রতিনিধি, সুনামগঞ্জঃ  সুনামগঞ্জের দোয়ারাবাজারে তৌহিদ মিয়া (২৩) নামে এক ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার ভোরে উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সামনের গলির জুয়েলারি (স্বর্ণকার) দোকানের পশ্চিম পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত তৌহিদ মিয়া উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলাউরা গ্রামের মৃত আহাদ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার ভোরে জুয়েলারি দোকানের পশ্চিম পাশে লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মাস্টার জসিম আহমদ রানা বলেন, নিহত তৌহিদ স্থানীয় কলাউরা (মার্কেট) বাজারের মোবাইল ফোন রিচার্জ, ফ্লেক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী ছিলেন।

দোয়ারাবাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলাকাটাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতে চিহ্ণ রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ