করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

বিশ্বের শীর্ষ ১০ ধনী দেশ

  • সংবাদ প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) তথ্যের আলোকে ২০২০ সালের বিশ্বের ধনী দেশগুলোর তালিকা করেছে গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন। ক্রয়ক্ষমতার সমতা বা পারচেইজিং পাওয়ার প্যারিটি (পিপিপি) জিডিপির ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। এখানে শীর্ষ ১০ দেশের বিবরণ তুলে ধরা হলো।

১. কাতার। পিপিপি জিডিপিতে দেশটির মাথাপিছু আয় ১ লাখ ৩৮ হাজার ৯০০ ডলার। গত ২০ বছর ধরে দেশটি বিশ্বে শীর্ষ ধনী।

২. ম্যাকাউ। পিপিপি জিডিপিতে এই দেশের মাথাপিছু আয় ১ লাখ ১৪ হাজার ৩৬২ ডলার। এশিয়ার জুয়ার রাজধানী খ্যাত এই দেশ শিগগিরই বিশ্বের সবচেয়ে ধনী দেশ হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।

৩. লুক্সেমবার্গ। এই দেশের পিপিপি জিডিপি মাথাপিছু আয় ১ লাখ ১২ হাজার ডলার।
চতুর্থ ধনী দেশ?

৪. সিঙ্গাপুর। পিপিপি জিডিপিতে এ দেশের মাথাপিছু আয় ১ লাখ ৫ হাজার ৭০০ ডলার। এশিয়ার অন্যতম করের স্বর্গরাজ্য বা ট্যাক্স হ্যাভেনের এই দেশে অর্থের উৎস নিয়ে প্রশ্ন করা হয় না। করও ধরতে গেলে খুবই কম।

৫. আয়ারল্যান্ড। এ দেশে পিপিপিতে মাথাপিছু জিডিপি ৮৭ হাজার ডলার।

৬. ব্রুনেই দারুস সালাম। পিপিপি জিডিপিতে এ দেশের মাথাপিছু আয় ৮৫ হাজার ডলার।

৭. নরওয়ে। পিপিপিতে মাথাপিছু আয় ৭৯ হাজার ৬০০ ডলার।

৮. সংযুক্ত আরব আমিরাত। এ দেশে পিপিপিতে মাথাপিছু জিডিপি ৭০ হাজার ৪০০ ডলার।

৯. কুয়েত। এ দেশে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ৯০০ ডলার।

১০ সুইজারল্যান্ড। এ দেশে পিপিপি ডলারে মাথাপিছু জিডিপি ৬৭ হাজার ৬০০ ডলার। দেশটিতে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৯ হাজার ৪২৮ জনই কোটিপতি।মিং পুল ব্যবহারের অনুমতি ছিল জামাল ভূঁইয়াদের। কিন্তু দলের দুই সদস্য করোনা পজিটিভ হওয়ায় আজকের জিম সেশন বাদ দেওয়া হয়েছে। খেলোয়াড়দের খাবারও যার যার ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

আগামী ৪ ডিসেম্বর দোহায় কাতারের মুখোমুখি হবে বাংলাদেশ দল। এর আগে স্থানীয় দুই ক্লাবের বিপক্ষে ২৫ ও ২৮ নভেম্বর দুটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে জেমি ডের শিষ্যরা। এর আগে শনিবার আমের ও ফুয়াদের আবারও করোনা পরীক্ষা করোনা হবে।সূত্র: বাংলাদেশ প্রতিদিন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ