করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

শায়েস্তাগঞ্জে নারী মাদক ব্যবসায়ীসহ দুই জনকে কারাদন্ড

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় এক নারী মাদক ব্যবসায়ীসহ দুইজনকে ১৫ দিনের কারাদন্ড ও দেড় হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে শহরের দাউদনগর বাজারে তাদেরকে কারাদন্ড দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিনহাজুল ইসলাম।

দন্ডপ্রাপ্তরা হলেন- দাউদনগর বাজারে মুচিপট্টির মৃত সোনাই রবিদাশের স্ত্রী স্বরস্বতি রবিদাস (৪০) ও উপজেলার লেনজাপড়া গ্রামের তরমুজ আলীর পুত্র হেলাল মিয়া (৩৫)।

পুলিশ জানায়, সন্ধ্যায় শহরের দাউদনগর বাজারের মুছিপট্টি অভিযান চালিয়ে স্বরস্বতি রবিদাসের কাছ থেকে ৩৬০ পুরিয়া গাঁজাসহ মাদক সেবনকারী হেলাল মিয়াকে আটক করা হয়। পরে তাদেরকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে ১৫ দিনের কারাদন্ড ও নারী মাদক ব্যবসায়ীকে ৫০০ টাকা ও সেবনকারীকে ১০০০ টাকা জরিমানা করা হয়।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন- উদ্ধারকৃত গাঁজা আগুনে পুড়ে বিনষ্ট করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ