মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
ভারতের দিল্লির আকাশ থেকে ঝড়ছে তেল বৃষ্টি। রোববার (১৫ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যায় পথ-ঘাট পিচ্ছিল হয়ে যায়। খবর পেয়ে দ্রুত পর্যবেক্ষণ শুরু করলেও এখনও কূল কিনারা করতে পারেনি দমকলকর্মীরা।
ভারতের রাজধানী দিল্লির আবহাওয়া নিয়ে তৈরি হয়েছে নতুন রহস্য। শেষ দু-একদিন ধরে দিল্লিতে বেশ কয়েকবার ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হয়েছে। কিন্তু সেই বৃষ্টির পরই নাকি এমন পিচ্ছিল হয়েছে রাস্তা যে গাড়ি চালানো দায় হয়ে উঠেছে। পিছলে যাচ্ছে গাড়ির চাকা।
আর সেই কারণেই দিল্লির দমকলকর্মীরা বলছেন, বৃষ্টির পর থেকে এমন অনেক ফোন কল পেয়েছেন তাঁরা, যেখানে সাধারণ মানুষ দাবি করেছেন, তেল বৃষ্টি হচ্ছে এলাকায়। এক দুটি নয়, এমন প্রায় ৪০টি কল এসেছে দিল্লি ফায়ার সার্ভিসে। শহরের প্রায় সব অংশ থেকে এই কলগুলো এসেছে।
বাধ্য হয়ে পুরো ঘটনা খতিয়ে দেখতে শুরু করেছেন তারা। বেশ কয়েকটি রাস্তা বন্ধ এবং কোনো কোনো অংশে যানবাহন নিয়ন্ত্রণ করা হয়েছে। দক্ষিণ দিল্লির জামিয়া নগর এলাকার হোলি হাসপাতালের উল্টোদিকের রাস্তা পুরো বন্ধ করে দিয়েছে পুলিশ।
বিভিন্ন এলাকায় দমকল কর্মীদের রাস্তা ধুয়ে গাড়ি চলাচলের উপযুক্ত করতে দেখা গেছে। দিল্লিতে বেশ কয়েকদিন ধরে আবহওয়া পরিবর্তন লক্ষ্য করা গেছে। এমন সময়ে দিল্লিতে স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে গেছে।