শনিবার, ১০ মে ২০২৫, ০৩:২৮ অপরাহ্ন
করাঙ্গীনিউজ: গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে এনামুল হক (৪২) নামে এক কৃষককে চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
শনিবার বাথরুম-গোসল খানার বদনা-বালতি ও গামলা চুরির অপবাদ দিয়ে বেদম মারপিট করলে তিনি গুরুতর আহত হয়।
আহত অবস্থায় তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে রোববার দুপুরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে এনামুলের মৃত্যু হয়।
নিহত এনামুল হক ওই গ্রামের সাফি মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার রাতে সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামে কৃষক এনামুল হক প্রতিবেশী মওলা মিয়ার ছেলে এনামুল মিয়ার বাড়িতে যায়। পরে তাকে স্থানীরা চোর সন্দেহ করে বাথরুমের বদনা, বালতি ও উঠানে পড়ে থাকা গামলা চুরির অপবাদ দেয়। এ সময় ওই বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশী নুরুল ইসলাম, খোকা মিয়া ও শহিদুল ইসলাম এসে তাকে বেধড়ক মারপিট ও মাথায় আঘাত করে। পরে সেখানেই এনামুল হক জ্ঞান হয়ে পড়ে।
এ ব্যাপারে সাঘাটার বোনারপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই এনায়েত কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।