মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ১১:২৯ পূর্বাহ্ন
বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবলে কালনী ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত যুবক (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে সাতগাও রশিদপুর রেলসড়কের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।
তাৎক্ষনিক নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি।
জানা যায়, সকাল ৯টা ১০ মিনিটে শ্রীমঙ্গল থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী ট্রেনের নিচে কাটা পড়ে যুবকটি। খবর পেয়ে শ্রীমঙ্গল রেলওয়ে থানা থেকে পাহাড়িকা ট্রেনে করে রওয়ানা হয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ওসি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।