করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

আজমিরীগঞ্জে পাখিশিকারীকে ১৫ দিনের কারাদন্ড

  • সংবাদ প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২০

করাঙ্গীনিউজ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় পাখি শিকারী রফু মিয়াকে (৬০) ১৫ দিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে এ রায় দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান।

এর আগে ভোর ৫টার দিকে উপজেলার বিরাট হাওরে অভিযান চালিয়ে ১৭টি বক পাসিহ রফু মিয়াকে আটক করেন উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খান।

দন্ডপ্রাপ্ত রফু মিয়া শিবপাশা পশ্চিমভাগ গ্রামের মালিক মিয়ার পুত্র। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে বন্য প্রাণী (সংরক্ষণ) আইন,২০১২ অনুযায়ী তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং উদ্ধারকৃত ১৭ টি বক হাওরে আকাশে অবমুক্ত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মতিউর রহমান খান জানান- অতিথি পাখি রক্ষায় প্রশাসনের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ