করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৬ রানে হার

  • সংবাদ প্রকাশের সময়: বুধবার, ৭ নভেম্বর, ২০১৮

ক্রীড়া ডেস্ক: প্রথম ম্যাচে আয়ারল্যান্ড নারী দলকে ৬ উইকেটে হারালেও নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ রানে হেরেছে বাংলাদেশ নারী দল। আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে চলছে প্রস্তুতি পর্ব।

চলতি মাসের ৯ তারিখে থেকে মাঠে গড়াবে নারী বিশ্বকাপ। চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। এই টুর্নামেন্টে বাংলাদেশের সঙ্গে গ্রুপ ‘এ’ তে আছে- দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। গ্রুপ ‘বি’-তে আছে ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্স করে দল পায় ৬ উইকেটের জয়। কিন্তু পাকিস্তানের বিপক্ষে জয়ের বন্দর পর্যন্ত পৌঁছাতে পারেনি সালমা-রুমানারা।

বুধবারের (৭ নভেম্বর) ভোরের ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১০৬ তোলে পাকিস্তানের নারীরা। জবাবে ৯ উইকেটে সাকুল্যে ৯৮ রান তুলতে পারে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ২৮ রান করেন ফারজানা হক। এছাড়া ১০ রান করেন রুমানা আহমেদ ও লতা মন্ডল। বাকি আর কেউই ১০-এর ঘর পার হতে পারেননি।

পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন আইমান আনোয়ার, সানা মীর ও বিসমাহ মাহরুফ। একটি উইকেট নেন আনাম আমিন। আর দুটি রান আউট হয়।

পাকিস্তানের শুরুটা তেমন ভালো হয়নি। দলীয় মাত্র ১০ রানেই আউট হয়ে ফেরেন নাদিয়া খান (৬)। তবে এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলেও রানের চাকা সচল রাখেন পাকিস্তানি নারীরা। দলের হয়ে ২২ রান করেন বিসমাহ ও ২১ রান করেন অধিনায়ক জাভেরিয়া খান।

বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নেন সালমা খাতুন ও খাদিজা তুল কুবরা। একটি করে উইকেট পান রুমানা আহমেদ ও ফাহিমা খাতুন।

১০ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষ ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে বাঘিনীরা।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ