বুধবার, ১৪ মে ২০২৫, ০৫:০১ পূর্বাহ্ন
পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জে বেসরকারী এনজিও সংস্থা হীড বাংলাদেশ সিলেট ১ এরিয়ার মাইক্রো ফাইন্যান্স কর্মসূচির সকল সমিতির সদস্যগণের ছেলে/মেয়েদেরএসএসসি জিপিএ-৪ এবং ৫ প্রাপ্ত ৬২ জন শিক্ষার্থীদের সংবর্ধনা এককালীন উপবৃত্তি প্রদান করা হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) উপজেলার হীড বাংলাদেশ মুন্সীবাজার ও কমলগঞ্জ শাখা কার্যালয়ে পৃথক অনুষ্ঠানে মাধ্যমে এসব উপবৃত্তি প্রদান করা হয়।
হীড বাংলাদেশ এরিয়া ম্যানেজার তপন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসাবে উপস্থিত ছিলেন মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, হীড বাংলাদেশ এর প্রজেক্ট ডিরেক্টর মুনুরু যাকোব দাস,
বিশেষ অতিথি ছিলেন হীড বাংলাদেশের লিয়োজো অফিসার নুরে আলম সিদ্দিকী,কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, কমলগঞ্জ শাখা ব্যবস্থাপক মো: নুরুজ্জামান গাজী ও মুন্সীবাজার শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম।
শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন সিগ্ধা মালাকার, জাহিদুর রহমান।
অনুষ্ঠানে হীড বাংলাদেশ মুন্সীবাজার শাখার আওতায় ২৪ জন শিক্ষার্থীকে ৫৪হাজার টাকা ও কমলগঞ্জ শাখার আওতায় ৩৮ জন শিক্ষার্থীকে ৮৫ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ৩৯ হাজার টাকা প্রদান করা হয়।