করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

জুড়ীতে টিলা কাটার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২০

 

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে অবৈধ ভাবে টিলার মাটি কাটার অপরাধে আব্দুল্লাহ আল মামুন (৩০) নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

 

মঙ্গলবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম এ জরিমানা করেন।

 

জানা যায়, পশ্চিম বড়ধামাই গ্রামের মো: আতিকুর রহমান অভিযোগ করেন- একই গ্রামের মছলু মিয়া ও তার পুত্র আব্দুল্লাহ আল মামুন অবৈধ ভাবে টিলার মাটি কেটে বাদীর বাড়ি যাতায়াতের এজমালি রাস্তা বন্ধ করে চলাচলে বিঘ্ন ঘটানো ও ভূমি দখলের পায়তারা করছেন।

 

এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল ইমরান রুহুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা পান।

 

তাৎক্ষণিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারায় আব্দুল্লাহ আল মামুনকে ৫০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করেন এবং আগামী ১৫দিনের মধ্যে কর্তনকৃত টিলা ভরাট এবং টিলার মাটি ধারা ভরাটকৃত ও বেদখলকৃত রাস্তা পরিস্কার করে দেয়ার আদেশ প্রদান করেন।

 

আদালত চলাকালে জুড়ী থানার পুলিশ সহযোগিতা করে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ