করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে বালু পাচার, ৫০ হাজার টাকা জরিমানা

  • সংবাদ প্রকাশের সময়: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধভাবে বালু পাচারের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজারটাকা জরিমানা এবং ১০০ ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

মঙ্গলবার ২৭ অক্টোবর দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থ দন্ড প্রদান করেন।

জানা যায়, কমলগঞ্জ উজেলার সদর ইউনিয়নের উত্তর তিলকপুর এলাকায় ট্রাক যোগে অবৈধভাবে বালু পাচারের সময় খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাসরিন চৌধুরী নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১০০ ঘনফুট বালুসহ ট্রাক আটক করা হয়।

এ সময় বালু পাচারের অভিযোগে জমির মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষনিক জব্দকৃত বালু ১০০০ হাজার টাকা নিলামে বিক্রি করা হয়।

কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) নাসরিন চৌধুরী অবৈধভাবে বালু জব্দ ও জরিমানার বিষয়টি সত্যতা স্বীকার করেন।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ