বুধবার, ১৪ মে ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে।
রোববার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা
চৌমুহনী চত্বরে সুশাসনের জন্য নাগরিক-সুজন, পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটি,এনডিএস ও নারী সেল এর যৌথ উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
লেখক-গবেষক আহমদ সিরাজের সভাপতিত্বে ও সংবাদকর্মী নির্মল এস পলাশের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা সুজন সম্পাদক প্রভাষক রাবেয়া খাতুন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নিরঞ্জন দেব,
প্রভাষক সেলিম চৌধুরী, পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খান,
এনডিএস এর সম্পাদক আব্দুস সালাম, সুজন এর সহ সম্পাদক আফিকুল ইসলাম হেলাল
প্রমুখ।
বক্তরা নারী ও শিশু নির্যাতনকারী ধর্ষকের বিরুদ্ধে কঠোর আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির দাবি জানান।