বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:০৪ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি, সিলেট: সিলেটের কানাইঘাটে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে রিয়াদ উদ্দিন নামে এক ইমামকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার বেলা আনুমানিক ১২টার সময় তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দোহা।
তিনি বলেন, সকালে লোক মুখে চাউর হয়, কানাইঘাটের সনাতন পুঞ্জির মসজিদের ইমাম কর্তৃক একই এলাকার ১৩ বছরের এক কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে।
ঘটনাটি শোনার সাথে সাথে অভিযুক্তকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। তবে ভিকটিম এখনও এ সম্পর্কে থানায় কোনো অভিযোগ করেনি জানিয়ে তিনি বলেন, আমরা ভিকটিমের বাড়ি যাচ্ছি। ভিকটিম ও তার পরিবারের সাথে কথা বলে যদি যৌন নিপীড়নের সত্যতা পাই, আমরা তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নেব।