বুধবার, ১৪ মে ২০২৫, ০৪:৪৭ অপরাহ্ন
বিয়ানীবাজার (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিয়ানীবাজারে ছোট ভাইয়ের দায়ের কোপের আঘাতে বড় ভাই কামরুল (২৪) নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল উপজেলার মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রামের চান্দ আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক শত্রুতাকে কেন্দ্র করে ছোট ভাই তানভীর (১৭) ও বড়ভাই কামরুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তানভীরের দায়ের কোপে কামরুল ঘটনাস্থলে মারা যায়। এর ফাঁকে তানভীর পালিয়ে যায়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ।
বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
তিনি আরও বলেন, ঘাতক তানভীর এখন পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তার করতে আমরা অভিযান চালাচ্ছি।