করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে স্বেচ্ছাশ্রমে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

  • সংবাদ প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২০

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার):
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার ২নং ওয়ার্ডেরয় কাউন্সিলর জামাল হোসেনের নেতৃত্বে স্বেচ্ছাশ্রমে এলাকাবাসীরা মিলে ঝোপঝাড় পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান করেছেন।

শুক্রবার (২ অক্টোবর) অভিযানে অংশ নেয় ওয়ার্ডের শতাধিক যুবক ও স্কুল পড়–য়া শিক্ষার্থীরা। যুবকরা রাস্তার আশেপাশের বিভিন্ন স্থান পরিষ্কার রাখতে জমে থাকা ময়লা, আগাছা, পরিষ্কার করার পাশাপাশি মশক দমনের জন্য স্প্রে করেন।

পৌর কাউন্সিলর জামাল হোসেন জানান, ওয়ার্ডের সকল গ্রাম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে এই উদ্যোগ নিয়েছি। ইদানিং পৌর এলাকায় মশার উপদ্রব বেড়ে গেছে তাই পরিষ্কার পরিচ্ছন্নতা পাশাপাশি মশক দমনের জন্য স্প্রেও ছিটানো হয়। প্রতিমাসে এভাবে পরিষ্কার-পরিচ্ছনতা অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ