মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:৪৩ পূর্বাহ্ন
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনাধিঃ হবিগঞ্জের মাধবপুর উপজেলার খড়কী গ্রামে গোপন বৈঠক, নাশকতা, পুলিশের উপর ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণ মামলায় বিএনপি এবং জামায়াত নেতাকে অাটক করেছে মাধবপুর থানা পুলিশ।
অাটককৃতরা হল- চৌমুহনী ইউনিয়নের বিএনপি’র সাংগঠনিক সম্পাদক গোপিনাথপুর গ্রামের মৃত নুর মিয়ার ছেলে জালাল মেম্বার (৪৫) ও মঙ্গলপুর গ্রামের মৃত আব্দুল আলীর ছেলে চৌমুহনী ইউনিয়ন জামাতের সভাপতি সোহাগ মিয়া চৌধুরী (৫৫)।
শুক্রবার (২ নভেম্বর) ভোর রাত উল্লেখিত গ্রামে অভিযান চালিয়ে পুলিশ তাদের অাটক করেন।
মাধবপুর থানার এসআই কামাল হোসেন জানান, গত ২৯ সেপ্টেম্বর খড়কী গ্রামের ওই মামলায় জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে হবিগঞ্জ বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।