করাঙ্গী নিউজ
স্বাগতম করাঙ্গী নিউজ নিউজপোর্টালে। ১৫ বছর ধরে সফলতার সাথে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে আসছে করাঙ্গী নিউজ। দেশ বিদেশের সব খবর পেতে সাথে থাকুন আমাদের। বিজ্ঞাপন দেয়ার জন‌্য যোগাযোগ করুন ০১৮৫৫৫০৭২৩৪ নাম্বারে।

কমলগঞ্জে চা শ্রমিকদের প্রতিবাদী গান

  • সংবাদ প্রকাশের সময়: রবিবার, ৩০ আগস্ট, ২০২০

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ব্যক্তি মালিকানাধীন বন্ধ থাকা দলই চা বাগানে আন্দোলনকারী শ্রমিকদের সহমর্মিতা ও দাবী আদায়ে ব্যক্তিক্রমী সঙ্গীতানুষ্ঠান পরিবেশিত হয়েছে। শনিবার (২৯ আগষ্ট) দুপুরে দলই চা বাগান মান্ডপে প্রতিবাদী গানের অনুষ্ঠান পরিবেশিত হয়।

শ্রীমঙ্গলস্থ দেওন্দি চা বাগানের প্রতীক থিয়েটার ও প্রতীক লিটল থিয়েটারের আয়োজনে চা শ্রমিক সন্তান শিল্পীরা চা শ্রমিকের গান, কবিতা আবৃত্তি করেন। দীর্ঘ দু’ঘন্টা ব্যাপী ব্যতিক্রমী এই প্রতিবাদী অনুষ্ঠানে চা বাগানের নারী পুরুষরা উপভোগ করেন।

প্রতীক থিয়েটারের সাধারণ সম্পাদক সুনীল বিশ্বাস জানান, দলই চা বাগান বন্ধ থাকায় চা বাগানের আন্দোলনকারী শ্রমিকদের সহমর্মিতা, সহযোগিতা ও তাদের দাবী আদায়ে চা শ্রমিকদের গান নিয়ে ব্যতিক্রমী এই অনুষ্ঠান পরিবেশিত হয়েছে। এতে শ্রমিকদের উৎসাহ ও শক্তি যোগাতে সহায়ক ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, গত ২৭ জুলাই শ্রমিকদের উপর দায় চাপিয়ে আকস্মিকভাবে দলই চা বাগান বন্ধ ঘোষণা করে মালিক পক্ষ। এনিয়ে চা বাগান শ্রমিক, প্রশাসন ও মালিক পক্ষের মধ্যে কয়েকদফা বৈঠক বসার পরও চা শ্রমিকদের দাবি বাস্তবায়িত না হওয়ায় বাগান চালু হতে পারেনি। ফলে চা বাগান ব্যবস্থাপককে অপসারণ, মালিক পক্ষের দায়েরকৃত মামলা প্রত্যাহার ও বাগান খুলে দেয়ার দাবিতে শ্রমিকরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এ জাতীয় আরো সংবাদ